BDBOYS.TOPLogin Sign Up
T

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে সতর্ক করলেন শোয়েব আখতার

In ক্রিকেট দুনিয়া - 16th Jan 20 at 10:40 AM - Views : 9
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে সতর্ক করলেন শোয়েব আখতার

চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২৪ জানুয়ারি থেকে এই সিরিজ শুরু হবে।বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে পাকিস্তান দলকে সতর্ক করেছেন দেশটির কিংবদন্তি পেসার শোয়েব আখতার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টি-টোয়েন্টির অন্যতম সেরা দল পাকিস্তান। তারপরও বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে ভাবতে হবে। কারণ এটা শ্রীলংকা না।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ সেরা

T

মানের ক্রিকেট খেলে। খুবই কঠিন হবে সিরিজটা পাকিস্তানের জন্য। পাকিস্তানকে শুধু এই সিরিজটা জিতলেই চলবে না, বরং খুব ভালোভাবে জিততে হবে। আমি চাই পাকিস্তান এই সিরিজটা জিতুক।’

T
Googleplus Pint
Helim Hasan Akash
Posts 153
Post Views 3,084
T
T