BDBOYS.TOPLogin Sign Up
T

জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন যারা

In ইসলামিক জ্ঞান - 23rd Jan 20 at 08:48 AM - Views : 7
জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন যারা

জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পাওয়ার মতো শ্রেষ্ঠ খবর

যারা পেয়েছিলেন তারা কতিই না ভাগ্যবান।ইসলামের ইতিহাসে ১০ জন সাহাবী দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুখবর পেয়েছিলেন।জীবিত অবস্থায় যে ১০ জন সাহাবী ওই সুখবর পেয়েছিলেন তাঁরা হলেন-

১। হযরত আবু বকর সিদ্দীক (রা.)।

২। হযরত উমর ইবনুল খাত্তাব (রা.)।

৩। হযরত ওসমান বিন আফফা্ন (রা.)।

৪। হযরত আলি বিন আবী তালিব (রা)।

T

/>
উপরে উল্লেখিত ইসলামের ৪ খলিফা ছাড়াও ওই সুসংবাদ

পেয়েছিলেন আরো ৬জন ভাগ্যবান সাহাবী। তাঁরা হলেন

১। হযরত আব্দুর রহমান বিন আউফ (রা.)।

২। হযরত আবু উবাইদা (রা.)।

৩। হযরত সাঈদ বিন যায়িদ (রা.)।

৪। হযরত তালহা (রা.)।

৫। হযরত জুবায়ের (রা) এবং

৬। হযরত সা’দ বিন আবু ওয়াক্কাস (রা.)।

T
Googleplus Pint
Mominul Islam
Posts 56
Post Views 749
T
T