BDBOYS.TOPLogin Sign Up
T

নান্নুকে ফোন করে পাকিস্তান সফরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন মুশফিক

In ক্রিকেট দুনিয়া - 17th Jan 20 at 11:29 AM - Views : 29
নান্নুকে ফোন করে পাকিস্তান সফরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন মুশফিক

পাকিস্তান সফরে যাবেন না মুশফিকুর রহিম। বিষয়টি তিনি এরিমধ্যে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে জানিয়েও দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য দিয়েছেন নান্নু নিজেই।

তিনি বলেন, মুশফিক আমাকে কল করে জানিয়েছে, সে পাকিস্তান সফরে যাবে না। আমরা তার আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় আছি। সেটা পাঠিয়ে দিলেই আমরা তাকে পাকিস্তান সফরের দলে রাখবো না।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চলা দীর্ঘ দেন-দরবারের পর

T

সমঝোতায় এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দেশটিতে তিন দফায় তিনটি টি-২০, দুটি টেস্ট এবং একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

এরিমধ্যে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। বাংলাদেশও দুয়েকদিনের মধ্যে স্কোয়াড ঘোষণা করবে বলে জানিয়েছেন নান্নু। তবে তার আগেই বিপিএলে দুর্দান্ত খেলা মুশফিক নিজেকে সরিয়ে নিচ্ছেন।

নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান নাই। ওয়ানডে সিরিজে নাও থাকতে পারেন নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা। এরমধ্যে মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটার না থাকাটা নিশ্চিতভাবেই টাইগার সমর্থকদের জন্য দুঃসংবাদ।

সূত্রঃ সময় টিভি অনলাইন

T
Googleplus Pint
Helim Hasan Akash
Posts 153
Post Views 3,085
T
T